
বাংলা স্টার রিপোট- চাঁদপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রাধা গোবিন্দ গোপকে সভাপতি ও আমিনুর রহমান বাবুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) রাতে চাঁদপুর সার্কিট হাউজে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
এর আগে বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
রাধা গোবিন্দ গোপ ও আমিনুর রহমান বাবুল এর পূর্বে ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কমিটি ঘোষণার পর তারা উভয়ে ভারমুক্ত হলেন।