33 C
Bangladesh
Saturday, September 30, 2023
spot_img

বিশিষ্ট পাঁচ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাংলা স্টার নিজস্ব প্রতিবেদক-বেগম রোকেয়া পদক-২০২২ পেলেন পাঁচ বিশিষ্ট নারী। আজ শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পদক তুলে দেন। প্রতি বছর রোকেয়া দিবসে এই পদক প্রদান করা হয়। 

এবারের রোকেয়া পদকের জন্য বিজয়ীরা হলেন- নারী শিক্ষায় অবদানের ক্ষেত্রে ফরিদপুরের রহিমা খাতুন, নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট), নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন, পল্লী উন্নয়নে অবদান রাখায় ঝিনাইদহের নাছিমা বেগম এবং সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে অবদান রাখায় নড়াইলের ড. আফরোজা পারভীন।

পদক প্রাপ্তদের প্রত্যেককে আঠারো ক্যারেট মানের পঁচিশ গ্রাম স্বর্ণ নির্মিত একটি পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক ও সম্মাননাপত্র দেওয়া হয়।

বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। প্রধান অতিথি হিসেবে স্বশরীরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী পদক তুলে দেন।

বিশ্বের সকল নারীদের শুভেচ্ছা ও অভিনন্দ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার নারী বান্ধব সরকার। দেশের সার্বিক উন্নয়ন, অগ্রততিতে নারীদের ভূমিকা অতুলনীয়। তাদের অগ্রগতি প্রশংসনিয়।’

অনুষ্ঠানে নারীদের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন,‘অফিস, আদালত, সংসারই শুধু নয়, নারীরা এখন খেলার মাঠেও সফল। সব ধরণের খেলায় আমাদের মেয়েরা তাদের দক্ষতার পরিচয় দিচ্ছে। অনেক ক্ষেত্রে তারা ছেলেদের চেয়েও ভালো করছে। একজন নারী সে যদি সংসারেও কাজ করে সেখানেও কিন্তু তার শ্রম অনেক। হয়তো তিনি কোন বেতন নেন না, কিন্তু একটাও তার অনেক কষ্ট হয়।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,875FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles