33 C
Bangladesh
Thursday, June 1, 2023
spot_img

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থন ছেড়ে আর্জেন্টিনায়

বাংলা স্টার অনলাইন ডেস্ক-ক্যারিশম্যাটিক একটি গোল করেও ব্রাজিলকে সেমিফাইনালে নিতে পারলেন না নেইমার। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে ১ (৪)-১ (২) গোলে হারার পর কান্নায় ভেঙে পড়েন নেইমার। পুরো দলই কাঁদতে থাকে। অন্যদিকে সেমিফাইনাল নিশ্চিত করে ক্রোয়েশিয়ার বাঁধ ভাঙা উল্লাস। 

বিশ্বকাপ থেকে নেইমারদের বিদায়ে নিজের শরীরে দুধ ঢেলে গোসল করে ব্রাজিল সমর্থন ত্যাগ করেছেন লালমনিরহাটের আদিতমারীর সৌরভ মিয়া নামে এক কলেজছাত্র। গতকাল শুক্রবার গভীর রাতে ব্রাজিলের হারের পর উপজেলার মহিষাশহরে এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, সৌরভের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষাশহরে। তিনি কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তরবাংলা কলেজের স্নাতক শেষবর্ষের ছাত্র। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কলেজছাত্র সৌরভ কিছু সমর্থকদের নিয়ে ব্রাজিল হেরে যাওয়ার পর রাতেই দুধ এনে শরীরে ঢেলে ব্রাজিল ত্যাগ করে আর্জেন্টিনার সমর্থক হন।

এ বিষয়ে সৌরভ গণমাধ্যমকে বলেন, আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের অনেক বড় ভক্ত ছিলাম। সবসময় দলটির জন্য অনেকের সঙ্গেই তর্ক করতাম। টাকা জমিয়ে বিশ্বকাপের সময় জার্সি ও পতাকা কিনতাম। কিন্তু ক্রোয়েশিয়ার মতো দলের কাছে হেরে যাবে ব্রাজিল, এটা আমি কখনো ভাবতে পারিনি।

কলেজছাত্রের ব্রাজিল দলের সমর্থন ত্যাগ করায় বিস্ময় প্রকাশ করেছেন লালমনিরহাটের ক্রীড়াবিদ আনিচুর রহমান। তিনি জানান, খেলায় হার-জিত থাকবেই। একদল জিতবে আরেক দলকে হারতে হবে এটাই নিয়ম। গায়ে দুধ ঢেলে দল পরিবর্তন করার বিষয়টি আবেগের এবং তার ব্যক্তিগত।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,790FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles