31 C
Bangladesh
Tuesday, September 26, 2023
spot_img

বিএনপি-জামায়াতের নৈরাজ্য রোধে সিদ্ধিরগঞ্জে যুবলীগের বিক্ষোভ

বাংলা স্টার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি-বিএনপি-জামায়াতের বিরুদ্ধে দেশব্যাপী জ্বালাও-পোড়াও সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগ এনে শিমরাইল-আদমজী-নারায়ণগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। শনিবার বিকাল চারটায় যুবলীগের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করে। মিছিলটি আদমজী ইপিজেড এলাকা থেকে শুরু হয়ে সিদ্ধিরগঞ্জ পুল হয়ে পুনরায় আদমজী ইপিজেড এলাকায় এসে শেষ হয়। সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসেন আলম মেম্বার, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি মো. আশরাফ উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক নেতা শাহরিয়ার রহমান বাপ্পি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সদস্য খন্দকার মানিক মাস্টার, নেকবর মাস্টার, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি প্রকৌশলী আল-মামুনুর রশীদ, সিদ্ধিরগঞ্জ থানা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মো. আক্তার হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় নেতা জোবায়ের আলম হীরা, সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের সভাপতি প্রকৌশলী ইউসুফ আলী মাসুদ, আওয়ামী লীগ নেতা মো. খোরশেদ আলম, রুহুল আমিন মন্ডল, আইনুল হক, শিব্বীর আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ আহমেদ, আব্দুল হামিদ, আলমগীর প্রধান, তাতী লীগ নেতা জামাল হোসেন, আব্দুল হান্নান প্রধান ও শিমুলপাড়া ইউনিয়ন যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আবুল কাসেম প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,872FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles