
স্টাফ রিপোর্টার-আমি বরাবরই আর্জেন্টিনার সাপোর্টার। বিশ্বকাপ এলেই প্রতিবার আমাদের দেশে উৎসবের আমেজ বিরাজ করে। এবারো তার ব্যতিক্রম নয়। শুরু থেকেই খেলা নিয়ে টান টান উত্তেজনা চলছে। সবচেয়ে সুখবর হলো আর্জেন্টিনা সেমিফাইনালে উঠে গেছে। ইনশাআল্লাহ্ আর্জেন্টিনাই এবার বিশ্বকাপ নিবে বলে মনে হচ্ছে। কোয়ার্টার ফাইনালে শ্বাসরুদ্ধকর এক ম্যাচ হয়েছে নেদারল্যান্ডসের সঙ্গে। যদিও রেফারির ভূমিকা ভালো লাগেনি। আর্জেন্টিনার ৮ জন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়েছে। অবাক করার বিষয়! তারপরও আর্জেন্টিনা ভালো খেলে টাইব্রেকারে জয়লাভ করেছে।
বিজ্ঞাপন
অন্যদিকে একইদিন ব্রাজিল বিদায় নিয়েছে। আসলে যে ভালো খেলবে সেই সামনে এগিয়ে যাবে- সেটাই স্বাভাবিক। বিশ্বকাপ এলেই আমার বাসায়ও অন্যরকম আমেজ থাকে। সবাই মিলে খেলা দেখি। এবার চেষ্টা করছি খেলাগুলো দেখার। বিশেষ করে আর্জেন্টিনার খেলা মিস করছি না। প্রতিটি খেলাই খুব উপভোগ করছি। প্রত্যাশা থাকবে এবার মেসির হাতেই বিশ্বকাপ উঠুক। তাহলে পূর্ণতা পাবে ফুটবল, সুন্দরের জয় হবে।