
বাংলা স্টার রিপোট- চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর বাজারে ভোক্তা অধিকার লঙ্ঘন করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ। ইউএনওকে সহযোগিতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলার সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি বলেন, আজ সদর উপজেলার ছোট সুন্দর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় এবং উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার এর সাথে সমন্বিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলা প্রশাসন এর ইউএনও সানজিদা শাহনাজ কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৩ টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর সহকারী পরিচালক নুর হোসেন কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তার স্বার্থ রক্ষায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
’