33 C
Bangladesh
Saturday, September 30, 2023
spot_img

বাংলাদেশ ডিজিটাল প্লাটফর্মে কতদূর এগিয়ে গেছে-ডিসি কামরুল হাসান

 বাংলা স্টার ডেস্ক চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা মোবাইলে ফেসবুক কম ব্যবহার করবে। কারণ এটা তোমাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলে। ফেসবুক ছাড়া অনেক ভালো ও দক্ষ কারিগর হয়ে গড়ে উঠার মাধ্যম রয়েছে। সেগুলোকে তোমাদের অনুসরণ করতে হবে। যেন তোমরা দক্ষ মানুষ হয়ে গড়ে উঠতে পারো। শুধু ভালো রেজাল্ট পেলেই এগিয়ে যাওয়া, তা নয়। ভালো রেজাল্টের পাশাপাশি দক্ষ হয়ে এগিয়ে যেতে হবে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি এ প্রতিপাদ্য নিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কতজন পাশ করলো তা এখন কোন গুরুত্বপূর্ণ নয়, সে এখন কি করলো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ।

ডিসি বলেন, শিক্ষার্থীদের জানা দরকার যে আমাদের বাংলাদেশ ডিজিটাল প্লাটফর্মে কতদূর এগিয়ে গেছে। করোনাকালীন সময়ে আমরা স্থবির বা থেমে যাইনি। এটি কেবলমাত্র ডিজিটাল বিপ্লবের কারণে হয়েছে। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আমাদের এখন সংখ্যা নয়, দক্ষতার দিকে তাকাতে হবে। আমাদের দেশে প্রায় ৯০ শতাংশ মানুষ মোবাইল ব্যবহার করছে।

সহকারি কমিশনার রেশমা খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল খায়ের খান, মমিনউল্ল্যাহ পাটওয়ারী একাডেমির অধ্যক্ষ শাহ মো. জালাল উদ্দিন প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ। এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে দিবসটি উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ বিষয়ে বিভিন্ন ক্যাটারীতে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,875FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles