
বাংলা স্টার বিনোদন ডেস্ক-‘বিগ বস’ রিয়েলিটি শো থেকে বলিউডে পা রাখেন উরফি জাভেদ। তবে অভিনয় নিয়ে তিনি যতটা না ব্যস্ত থাকেন তার চেয়ে বেশি ব্যস্ত থাকেন নতুন নতুন রূপে নিজেকে হাজির করতে। কখনও সাইকেলের চেইন, সেফিটিপিন, বস্তা, কখনও অর্ধ-নগ্ন হয়েও ছবিও পোস্ট করেন তিনি। এবার এক ব্যক্তি থানায় অভিযোগ করলেন, নগ্নতা ছড়াচ্ছেন উরফি।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়, মুম্বাইয়ের আন্ধেরি থানায় মামলা করেন এক ব্যক্তি। বাদীর হয়ে আইনজীবী আলি কাশিফ খান দেশমুখ এ অভিযোগ দায়ের করেছেন। আন্ধেরি পুলিশ সেই অভিযোগের কথা স্বীকারও করেছে। তবে অভিযোগকারীর নাম এখনও জানা যায়নি। এমনকি এই বিষয়ে উরফিও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
অভিযোগে বলা হয়েছে, পাবলিক প্লেসে বেআইনি ও অশ্লীল কাজকর্মের সঙ্গে যুক্ত উরফি। ফ্যাশন-স্টাইলের নামে নগ্নতা ছড়াচ্ছেন তিনি যা সমাজের পক্ষে ক্ষতিকর। সেই কারণেই পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে চেতন ভগতও উরফির প্রসঙ্গ টেনে বলেন, ‘ফোন এখন যুব সম্প্রদায়কে বিপথে চালনা করছে, মূলত ছেলেদের। দীর্ঘক্ষণ ওরা ইনস্টাগ্রাম রিল দেখতেই কাটিয়ে দেয়। সবাই জানে যে উরফি জাভেদ কে? তার ছবি দিয়ে তোমরা কী করবে? এটা কি তোমার পরীক্ষায় আসবে নাকি তুমি কোনো চাকরির ইন্টারভিউ দিতে গেলে তোমায় প্রশ্ন করা হবে যে তার আউটফিট সম্পর্কে তুমি কী জানো?’
সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে উরফি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে চেতন ভগতের মন্তব্যের সমালোচনা করে একাধিকবার লেখেন। তিনি লেখেন, ‘তার মতো পুরুষেরা নিজেদের দোষ-ত্রুটি ঢাকতে সবসময় নারীদের দোষারোপ করে। তুমি একজন পারভার্ট বলে এটা সেই নারীরর দোষ নয় যে সে কী পরেছে। অযৌক্তিকভাবে আমাকে এই সমালোচনায় টেনে আনা হয়েছে। আমার জামাকাপড় যুব সম্প্রদায়কে বিপথে চালিত করছে এর চেয়ে বাজে কথা আর কিছু হয় না।’
তবে এবার আর কোনো মন্তব্য বা সোশ্যাল মিডিয়া পোস্ট নয়, সরাসরি উরফির বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন এক ব্যক্তি।