
স্পোর্টস ডেস্ক-কাতার বিশ্বকাপে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। যেখানে দ্বিতীয়ার্ধে মেসির দারুণ নৈপুণ্যে জোড়া গোল পূর্ণ করেন হুলিয়ান আলভারেজ। ৩-০ গোলে এগিয়ে আরের্জিন্টিনা।
দলের হয়ে একটি করে গোল করেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। ম্যাচের ৩৪তম মিনিটে লিওনেল মেসির পেনাল্টি গোলে লিড নেয় আর্জেন্টিনা। এর ৫ মিনিট পর হুলিয়ান আলভারেজের দুর্দান্ত গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তারা।
মঙ্গলবার রাতে লুসাইল স্টেডিয়ামে খেলতে নামে দুদল। তবে শুরুতে আর্জেন্টিনার থেকে ক্রোয়েশিয়াই বল দখলে আধিপত্য দেখায়। তবে আক্রমণে গিয়ে তারা ব্যর্থ হচ্ছিল।
অন্যদিকে সুযোগ খঁজছিল আর্জেন্টিনা। যা পেয়ে যায় ৩৪তম মিনিটে। আক্রমণে আলভারেজকে ঠেকাতে গিয়ে ফাউল করে বসেন ক্রোয়াট গোলরক্ষক লিভাকোভিচ। সেখান থেকে সফল স্পট কিকে গোল করতে ভুল করেননি মেসি।
৫ বিশ্বকাপ খেলে ১১তম গোল করে আর্জেন্টিনার হয়ে বিশ্ব মঞ্চে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি। তিনি ছাড়িয়ে গেলেন ১০ গোল করা কিংবদন্তি গাব্রিয়েল বাতিস্তুতাকে। এছাড়া চলমান আসরে তার ৫টি গোল হলো। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও মেসি সমান ৫টি করে গোল করে শীর্ষে রয়েছেন।
আর্জেন্টিনার উদযাপনের রেশ না কাটতেই দৃষ্টিনন্দন এক গোলে ২-০ দুই গোলের লিড এনে দেন আলভারেজ। ৩৯তম মিনিটে মাঝ মাঠ থেকে মেসির পাসে বল নিয়ে প্রায় একক নৈপুণ্যে বল নিয়ে উঠে এসে লক্ষ্যভেদ করেন এই ম্যানচেস্টার সিটি তারকা।
দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন আলভারেজ। তবে এই গোলের প্রাপ্তি মেসিকেই দিতে হবে। মাঝ মাঠ থেকে ডান প্রান্ত দিয়ে দারুণ ণৈপুণ্যে বল নিয়ে কয়েকজন ক্রোয়েশিয়ান ফুটবলারকে কাটিয়ে ক্রস করলে সেখান থেকে আলতো টোকায় গোলটি করেন আলভারেজ।