
বাংলা স্টার অনলাইন ডেস্ক -অবশেষে অপেক্ষার অবসান। আজ সোমবার মুক্তি পেল পাঠানের প্রথম গান- বেশরম রং। সুঠাম শরীর, পোশাক ও লম্বা চুলে শাহরুখের স্টাইল নিয়ে নিমেষে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি এই গানে দীপিকার বিকিনি লুক নিয়েও শুরু হয়েছে চর্চা।
পাঁচ বছর পরে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। তাই অনুরাগীদের মধ্যে উত্তেজনার কোনো কমতি নেই। জানুয়ারি মাসে মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’।
কুমারের লেখা গানটির সুর সাজিয়েছেন বিশাল ও শেখর। সংগীত পরিচালক জুটির তত্ত্বাবধানে গানটি গেয়েছেন শিল্পা রাও, কারালিসা মন্টারিও। বিশাল ও শেখরও গানে কণ্ঠ দিয়েছেন। আর গানের তালে শাহরুখ-দীপিকাকে নাচিয়েছেন কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট।
সম্প্রতি শাহরুখ ‘ডাঙ্কি’র সৌদি আরবের শুটিং শেষ করেছেন। তার পর সে দেশের সরকারকে সহযোগিতার জন্য একটি ভিডিও বার্তায় ধন্যবাদ জানান শাহরুখ। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন তাপসী পান্নু। এ ছাড়াও শাহরুখের হাতে রয়েছে অ্যাটলির ‘জওয়ান’। এই ছবিতে শাহরুখের লুক ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।