
বাংলা স্টার গাজীপুর প্রতিনিধি-শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মাহবুবা নাসরীনের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মিরপুর এবং রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু।
এসময় উপস্থিহ ছিলেন ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলমসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ, বাউবি শিক্ষক সমতি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক পোরাম ও বাউবি ডিরেক্টর কাউন্সিল।
বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন বুধবার এসব তথ্য জানান।