
বাংলা স্টার রিপোট-শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। যখন মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছিলো তখনই একাত্তরের ঘাতক দালালেরা জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে দেশকে পিছনে ফেলে দিয়েছিলো। দীর্ঘ অনেক বছর পর জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের হাল ধরেছেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার বঙ্গবন্ধু মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৪ বছর দেশ পরিচালনার দায়িত্বে থেকে এদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করেছে। মাটি ও মানুষকে সম্বল করে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে দেশ এগিয়ে চলছে।
তিনি আরো বলেন, যখনই দেশ উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যায় তখন বিএনপি জামাত মাথা নাড়াচাড়া দিয়ে উঠে দেশকে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করে। প্রধানমন্ত্রীর প্রজ্ঞা, দুরদর্শিতা ও জনগণের আস্থার কারণে বিএনপি জামায়াত তাদের নিল নকশা বাস্তবায়ন করতে পারেনি।
শিক্ষামন্ত্রী আরো বলেন, আমরা যারা স্বাধীনতাকে বিশ্বাস করি, তাদেরকে সবসময় সজাগ ও সচেতন থাকতে হবে। কারণ এ ঘাতক দালাল যখনই সুযোগ পেয়েছে তখনই ছোবল মেরেছে। এদেরকে ঠেকাতে হবে, নির্মূল করতে হবে। অপশক্তিকে নির্মূল করতে দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলতে হবে।
জেলা প্রশাসক কামরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মোহাম্মত সাহাদাৎ হোসেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, এনএসআই এর উপ-পরিচালক শাহ মো. আরমান আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাষ্টার, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন।
স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাংবাদিক এমআর ইসলাম বাবু।আলোচনা সভা শেষে বিজয় দিবস উপলক্ষে শিশু একাডেমির আয়োজনে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।পরে জেলা বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।