29 C
Bangladesh
Sunday, May 28, 2023
spot_img

চাঁদপুরে জেলা প্রশাসনের পক্ষে বীর শহীদদের শ্রদ্ধা

চাঁদপুর প্রতিনিধি-চাঁদপুরে ৫১তম মহান বিজয় দিবসে দেশমাতৃকায় আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অঙ্গীকার’ পাদদেশে ৩১ তোপধ্বনির মধ্যদিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচির সূচনা করা হয়।

পরে বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মো: মিলন মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের পক্ষে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম.এ. ওয়াদুদ, জেলা পরিষদ এর পক্ষে চেয়ারম্যান ওচমান গণি পাটোয়ারী, জেলা আ’লীগের পক্ষে জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
এছাড়াও জেলার সরকারি দপ্তর, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, প্রেসক্লাব ও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল সাড়ে ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, রোভার স্কাউটস, গালর্স গাইড ও কমিনিউটি পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শিশু কিশোর সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,782FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles