
মতলব উত্তর প্রতিনিধি- চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করছে তা আপনারাই দেখতে পারছেন। তার এই উন্নয়ন জাতির সামনে তুলে ধরুন। আপনাদের এই মহান কাজটিও দেশ প্রেমের একটি অংশ।
১৬ ডিসেম্বর দুপুরে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এমএ কুদ্দুস আরও বলেন, নৈতিকতা চূড়ায় থেকে দেশের জন্য কাজ করুন। দেশকে ভালবাসুন। তাহলেই সাংবাদিকদের প্রতি মানুষের আস্তানা আরো বাড়বে। বর্তমান আওয়ামী লীগ সরকার, স্বাধীনতার স্বপক্ষের দল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র উপহার দিয়েছেন। সুতরাং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরবেন আপনারা। এটা আপনাদের নৈতিক দায়িত্ব। এছাড়াও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে জাতিকে পথ দেখাবেন বলে আমি বিশ্বাস করি।
শুভেচ্ছা বিনিময় সভায় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম, প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি ফারুক হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলমাছ মিয়া, সিনিয়র সহ-সভাপতি ইস্রাফিল খান বাবু, নব নির্বাচিত সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সিপাহী, সাংগঠনিক সম্পাদক তুহিন ফয়েজ, অর্থ সম্পাদক বাবুল মুফতি, সম্মানিত সদস্য আব্দুল আউয়াল সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার সহ নেতৃবৃন্দ।