
বাংলা স্টার স্পোর্টস ডেস্ক-কাতার বিশ্বকাপের পর্দা নামতে এক ঘণ্টারও কম সময় বাকি। তবে তার আগে কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয় বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান।
শুরুতে বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘হায়া হায়া’ গানে পারফর্ম করেন আমেরিকান-নাইজেরিয়ান গায়ক দাভিদ এদেলেকে ও কাতারি গীতিকার আয়শা। তারপর মঞ্চ মাতান পুয়ের্তো রিকান গায়ক ওযুনা ও ফ্রেঞ্চ র্যাপার জিমস।
এরপর সমাপনী আসর মাতান বলিউডের আইটেম কন্যা নোরা ফাতেহি। কালো পোশাকে নোরাকে দেখাচ্ছিল চমৎকার। নোরার সঙ্গে মন মাতানো নৃত্যে অংশ নেন রহমা রিয়াদ, বালকিস এবং মানাল।
আজ কাতারের জাতীয় দিবস হওয়ায় ফাইনালের তিন ঘণ্টা আগে লুসাইল স্টেডিয়ামের আকাশ রাঙিয়েছে কাতার বিমান বাহিনী। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনীতেও দেখা যায় উটের প্যারেড।