29 C
Bangladesh
Sunday, May 28, 2023
spot_img

গোল্ডেন গ্লাভস নিয়ে অশ্লীল ভঙ্গির কারণ জানালেন আর্জেন্টিনার মার্তিনেজ

 বাংলা স্টার স্পোর্টস ডেস্ক -আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেন। ফাইনালে পুরো ম্যাচে দুর্দান্ত কিছু সেভসহ টাইব্রেকারে ফ্রান্সের কোম্যানের শট ফিরিয়ে দেন এই গোলরক্ষক।

এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও পেনাল্টি শ্যুটআউটে দুই শট ঠেকিয়ে নায়ক বনে গিয়েছিলেন মার্তিনেজ।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পেছনে যার কৃতিত্ব সব থেকে বেশি তিনি হলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। 

রোববার বিশ্বকাপের ফাইনাল জয়ের পর আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজ গ্লাভস পাওয়ার পর অশ্লীল ভঙ্গি করেন, যেটি বিতর্কের জন্ম দিয়েছে, যা নিয়ে তোলপাড় বিশ্ব ফুটবল।

স্টেডিয়াম এবং টিভি মিলিয়ে কোটি কোটি মানুষ দেখলেন, সেলিব্রেশনের নামে পুরস্কার পাওয়া গোল্ডেন গ্লাভস মার্তিনেজ তার গোপানাঙ্গে ঠেকিয়া অশ্লীল অঙ্গভঙ্গি করেন, যা নিয়েই শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিষয়টি ভালোভাবে নিতে পারেনি ফুটবলবিশ্ব। 

মার্তিনেজের এমন কুৎসিত কাজের জেরে তাকে সমালোচনায় ভরিয়ে দিচ্ছেন সবাই। এরপর নিজের এ আচরণের ব্যাখ্যা দিয়েছেন মার্টিনেজ। 

অনেকেই ধারণা করেছিলেন অশ্লীল এ অঙ্গভঙ্গি কাতারের বিভিন্ন আইনের বিপক্ষে। তবে তখনই জানা যায়নি কিছুই।
মার্টিনেজ নিজেই জানালেন কাতারের প্রসঙ্গে কিছু নয় বরং, ‘টাইব্রেকারের সময় ফরাসিরা আমার সঙ্গে যা করেছে, এটা তারই জবাব।’ ম্যাচশেষে ফরাসিদের ওপর এতোটাই উত্তেজিত ছিলেন বলে ড্রেসিংরুমে সেলিব্রেশনের সময় এমবাপ্পের নামে এক মিনিট নীরবতাও পালন করতে বলেন তিনি।

মার্তিনেজ বলেন, ‘আমি পেনাল্টির সময় মাথা ঠাণ্ডা রেখেছিলাম। ওরা ম্যাচে ৩টি শটে গোল করেছে। কিন্তু তার পরও আমি নিজেকে ঠাণ্ডা রেখেছিলাম। জানতাম, শান্ত থাকতে পারলে ঠিক সেভ করে দেব।’
মার্তিনেজ আরও বলেন, ‘আমি খুবই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। এই জয় পরিবারকে উৎসর্গ করতে চাই। পুরো পেনাল্টি শুটআউটে আমি শান্ত থাকার চেষ্টা করেছি। এটিই আমার স্ট্র্যাটেজি ছিল।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,782FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles