29 C
Bangladesh
Saturday, June 3, 2023
spot_img

স্বর্ণখোলা সুইপার কলোনিতে বহুতল ভবন নির্মাণ কাজ পরিদর্শনে মেয়র জিল্লুর রহমান জুয়েল

বাংলা স্টার রিপোট- এল.আই.ইউ.পি.সি প্রজেক্টের আওতায় চাঁদপুর পৌরসভার স্বর্ণখোলা সুইপার কলোনিতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বহুতল ভবন নির্মাণকাজ পরিদর্শন করেছেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে তিনি এ বহুতল ভবন নির্মাণকাজ পরিদর্শন করেন।
এসময় তিনি ভবন নির্মাণ কাজে সংশ্লিষ্ট এক্সপার্ট, ঠিকাদার প্রতিনিধি এবং শ্রমিকদের সাথে কথা বলেন এবং নির্মাণ কাজে ব্যবহৃত উপাদন ও সরঞ্জামাদি মান যাচাই করেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রান্তিক জনগোষ্ঠীের জীবনমান উন্নয়ন প্রকল্পের (এল.আই.ইউ.পি.সি)
হাউজিং কো-অডিনেটর আকতারুজ্জামান, টাউন ম্যানাজার মো. আব্দুল হান্নান, হাউজিং এক্সপার্ট কায়সার আহমেদ, ঠিকাদার প্রতিষ্ঠান রিপন ট্রেডাস, টেকবে ইন্টারন্যাশনাল -এর প্রতিনিধি ফারুক আহমেদ, পৌরসভার কাউন্সিলর বাবু পাটোয়ারি প্রমুখ।
এল.আই.ইউ.পি.সি এর হাউজিং কো-অডিনেটর আকতারুজ্জামান জানান, এল.আই.ইউ.পি.সি প্রকল্পের আওতায় চাঁদপুর পৌরসভার পরিচ্ছন্নকর্মীদের জন্য ৫তলা বিশিষ্ট ২টি বহুতল ভবন গড়ে তোলা হবে। ৮কোটি ৮৪ লাখ টাকা ব্যায়ে এ ভবনে ইউনিট থাকবে ৮৮টি। যাতে ৮৮টি পরিবার স্থায়ী বসবাসের সুযোগ পাবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,795FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles