
বাংলা স্টার নিজস্ব প্রতিবেদক-দেশের বিভিন্ন স্থানে নির্মাণ করা ১০০টি মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব মহাসড়ক উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে টাঙ্গাইল ও খুলনা জেলা। বাকি জেলাগুলো প্রজেক্টরের মাধ্যমে যুক্ত হবে।
সারা দেশে একযোগে ১০০ সড়ক উদ্বোধনকে বাংলাদেশের জন্য একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান।
তিনি গণমাধ্যমকে বলেন, নতুন নির্মিত মহাসড়কগুলো দেশের প্রান্তিক মানুষকে আধুনিক সড়ক অবকাঠামোর সুযোগ করে দেবে।
তিনি বলেন, মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি পণ্য পরিবহন ব্যবস্থা সহজ ও উন্নত হওয়ার মধ্য দিয়ে দেশের অর্থনীতিও গতিশীল হবে। পাশাপাশি নবনির্মিত সড়ক-মহাসড়কগুলো আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সংযোগেও বাংলাদেশকে যুক্ত করতে এক ধাপ এগিয়ে দেবে।