29 C
Bangladesh
Saturday, June 3, 2023
spot_img

আন্দামানে দ্বীপপুঞ্জের উপকূলে ভাসছে শতাধিক রোহিঙ্গা, বহু মৃত্যুর শঙ্কা

বাংলা স্টার ডেস্ক-ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের উপকূলে ভাসমান একটি নৌকায় অন্তত ১০০ রোহিঙ্গা আটকা পড়েছে বলে জানিয়েছে তাদের নিয়ে কাজ করা দুটি গোষ্ঠী। তারা দাবি করেছেন, ক্ষুধা-তৃষ্ণা ও পানিতে ডুবে ১৬ থেকে ২০ জনের মৃত্যু হয়েছে। আরাকান প্রজেক্ট ও এশিয়া প্যাসিফিক রিফিউজি নেটওয়ার্কের রোহিঙ্গা ওয়ার্কিং গ্রুপের পক্ষ থেকে এসব দাবি করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতি বছর বিপুলসংখ্যক রোহিঙ্গা মিয়ানমারের সহিংসতা থেকে বাঁচতে ছোট ও দুর্বল নৌকায় চেপে দেশ ছাড়ছে, তাদের বেশিরভাগেরই লক্ষ্য থাকে মালয়েশিয়ায় পৌঁছানো। মঙ্গলবার রাতে ৫টি ভারতীয় জাহাজ আন্দামান সাগরে ভাসমান ওই রোহিঙ্গাবোঝাই নৌকার কাছে পৌঁছায় বলে এ বিষয়ে অবগত এক সূত্র রয়টার্সকে জানিয়েছে।

ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র পরে জানান, এ বিষয়ে জানানোর মতো কিছু তার কাছে নেই। ভারতীয় কোস্ট গার্ডের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তার কাছ থেকেও সাড়া পাওয়া যায়নি।

মিয়ানমারের রোহিঙ্গাদের সহায়তায় কাজ করা আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেয়া বলেছেন, আমাদের অনুমান হচ্ছে ২০ জনের মতো মারা গেছে, কেউ মারা গেছে ক্ষুধা, তৃষ্ণায় মরিয়া হয়ে নৌকা থেকে লাফিয়ে পড়ার পর অন্যদের মৃত্যু হয়েছে। এটা সত্যিই ভয়াবহ ও বেদনাদায়ক।

এশিয়া প্যাসিফিক রিফিউজি নেটওয়ার্কের রোহিঙ্গা ওয়ার্কিং গ্রুপ বলছে, নৌকায় থাকা রোহিঙ্গাদের ওই দলটি দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সমুদ্রে ভাসছে। গ্রুপের চেয়ার লিলিয়ান ফ্যান বলেছেন, আমরা গত রাতে শুনেছি, বেশ কয়েকটি ভারতীয় নৌযান ওই নৌকার কাছাকাছি পৌঁছেছে, আমরা পরবর্তী খবর শোনার অপেক্ষায় আছি। আশা করছি, ভারতীয় নৌবাহিনী বা কোস্টগার্ড তাদেরকে দ্রুত ওই নৌকা থেকে উদ্ধার করতে পারবে। তারা খাবার ও পানি ছাড়া দুই সপ্তাহেরও বেশি সময় ধরে একটি নষ্ট নৌকায় ভাসছে। আমরা শুনেছি, ১৬ জন নাকি এর মধ্যে মারাই গেছে। 

কয়েক দিন আগে শ্রীলঙ্কার নৌবাহিনী অন্য আরেকটি নৌকা থেকে শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করেছিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,795FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles