
বাংলা স্টার প্রতিবেদক-জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল এবং মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার প্রেমের গুঞ্জন রটেছিল। কিন্তু এই সম্পর্কের কথা দুজনের কেউই প্রকাশ করেননি। তবে সময়ের আলোর বিশ্বস্ত কয়েকটি সূত্র জানিয়েছে, অনেক আগে থেকেই তারা প্রেম করছেন। শুধু তাই নয়, বেশ কয়েকবার কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় তারা অবকাশ যাপনে গিয়েছিলেন।
এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরানের সঙ্গে অনেক ছবি প্রকাশ করেছেন প্রভা। এতেই বোঝাই গিয়েছিল তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। নাম প্রকাশ না করার শর্তে দেশের এক মডেল ও অভিনেত্রী সময়ের আলোকে বলেন, ‘ইমরান যেদিন প্রভাকে প্রেমের প্রপোজ করে সেদিন আমার সঙ্গে দেখা করে যায়।
এমনকি যে রিং দিয়ে প্রপোজ করে সেটাও আমার পছন্দেই নেয়। সুন্দর যাচ্ছিল তাদের সম্পর্ক। কক্সবাজার থেকে এসেও সব ঠিক ছিল। কিন্তু হঠাৎ কেন যে তাদের
সম্পর্ক নষ্ট হয়ে গেল সেটা দুজনের কেউ বলেননি।’
বিষয়টি নিয়ে প্রভা সময়ের আলোকে বলেন, ‘প্লিজ, আমি এসব নিয়ে কোনো কথাই বলতে চাই না। আমাকে মাফ করেন। আমি কোনো ধরনের নিউজ চাই না আমাকে নিয়ে।
সেটা ভালো নিউজ হোক বা খারাপ।’ উল্লেখ্য, ২০০৫ সালে প্রভা মডেলিং দিয়ে শোবিজে পা রাখেন। এরপর বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্ম দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। অন্যদিকে ইমরান বেশ কিছু সুপারহিট গান উপহার দিয়েছেন।