34 C
Bangladesh
Thursday, June 1, 2023
spot_img

এখানে আসলে মনে হয়, বাড়িতেই আছি অভিনেত্রী পার্নো মিত্র

বাংলা স্টার বিনোদন প্রতিবেদক-কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র এখন বাংলাদেশে। নতুন সিনেমা ‘সুনেত্রা সুন্দরম’র কাজ করছেন এফডিসিতে। এটি নির্মাণ করছেন কলকাতার পরিচালক শিবরাম শর্মা। সিনেমায় পার্নোর বিপরীতে দেখা যাবে অভিনেতা সোমরাজ মাইতিকে। আর আজই শুটিংয়ের শেষ দিন।

বাংলাদেশে আসা ও নতুন সিনেমার কাজ প্রসঙ্গে পার্নো মিত্র বলেন, ‘আমি বরাবরই বাংলাদেশের সিনেমায় কাজ করতে পছন্দ করি। এই দেশ ও দেশের মানুষ আমার খুব পরিচিত। এখানে আসলে মনে হয়, বাড়িতেই আছি। তাই কাজের ক্ষেত্রে কখনো আমার সমস্যা হয় না।’

তিনি আরও বলেন, ‘সুনেত্রা সুন্দরম সিনেমায় আমাকে সুযোগ করে দেওয়ার জন্য প্রথমেই পরিচালককে ধন্যবাদ দিতে চাই। এমন সুন্দর একটি চরিত্র আমার জন্য আসলেই গর্বের। কাজের অভিজ্ঞতা অসাধারণ। আশা করছি, দুই বাংলার দর্শকদের কাছে ছবিটি ভালো লাগবে।’

এদিকে, চলতি বছরের ২৩ মার্চ কলকাতায় শুরু হয়েছিল ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমার শুটিং। এর গল্প আবর্তিত হয়েছে এক নারী স্কলারকে নিয়ে। তিনি কিডনির সমস্যায় ভুগছেন। ফলে তার প্রস্রাবের প্রয়োজন হয় ঘন ঘন। চেষ্টা করলেও চেপে রাখতে পারেন না। সমস্যা হয় তখন, যখন অনেক জায়গায় ওয়াশরুম পাওয়া যায় না। এমন একটি সামাজিক অবস্থা নিয়ে এগিয়ে যায় সিনেমার গল্প।

এতে সুনেত্রা চরিত্রে অভিনয় করছেন পার্নো মিত্র। আরও অভিনয় করছেন রূপাঞ্জনা মিত্রসহ বাংলাদেশি শিল্পী চুমকি, নাদিয়াসহ অনেকে।

উল্লেখ্য, এর আগেও কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে নির্মিতব্য সিনেমায় অভিনয়ের জন্য বাংলাদেশের এসেছিলে পার্নো মিত্র। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া এই সিনেমায় উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। এটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনা করেছে ডাটা সলিউশন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,790FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles