
বাংলা স্টার ক্রীড়া ডেস্ক-ভারতের বিপক্ষে ২২৭ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে লিটন দাস-মুশফিকুর রহিমরা হতাশ করলেও দলে ফিরেই বড় ইনিংস খেলেছেন মুমিনুল হক। সেঞ্চুরি বঞ্চিত হলেও বাঁহাতি এই ব্যাটারের ব্যাটে ভর করেই মাঝারি সংগ্রহ পেয়েছে সাকিব আল হাসানের দল। আজ বাংলাদেশের ইনিংস থেমেছে ২২৭ রানে। ব্যাট করেছে ৭৩.৫ ওভার। এদিনে বাংলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। কিন্তু ৩৯ রানের ওপেনিং জুটি ভাঙতেই সমস্যার শুরু। নাজমুল হোসেন শান্ত ২৪ আর গত ম্যাচের সেঞ্চুরিয়ান জাকির হাসান ১৫ রানে ফিরেন।
তিনে নামা মুমিনুল হক বহুদিন পর ফিফটি তুলে নিয়েছেন ৭৮ বলে। অধিনায়ক সাকিব আল হাসান ১৬ রান করে উমেশ যাদবের শিকার হন। লিটন দাস আজও ইনিংস বড় করতে ব্যর্থ। রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে ক্যাচ দেওয়ার আগে করেন ২৫ রান। আরেক ইনফর্ম ব্যাটার মেহেদি মিরাজকে ১৫ রানে ফেরত পাঠান উমেশ যাদব। নুরুল হাসান সোহান যথারীতি ব্যর্থ (৬)। একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যাচ্ছিলেন মুমিনুল হক। ব্যক্তিগত ৮৪ রানে নবম ব্যাটার হিসেবে তাকে ফেরা অশ্বিন। তার ১৫৭ বলের ইনিংসে ছিল ১২টি চার এবং ১টি ছক্কা। ৭৩.৫ ওভারেই শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ৪টি করে উইকেট নেন উমেশ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিন। ২টি উইকেট নিয়েছেন জয়দেব উনাদকাট।