31 C
Bangladesh
Tuesday, September 26, 2023
spot_img

যে দলই সন্ত্রাস-নৈরাজ্য করলে জবাব দিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

বাংলা স্টার নিজস্ব প্রতিবেদক, রাজশাহী-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যে দলই সন্ত্রাস ও নৈরাজ্য করবে তাকে তার জবাব দিতে হবে। রাজনৈতিক দলগুলো নিয়ম কানুন মেনে রাজনীতি করতে হবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, পুলিশ বাহিনী দেশপ্রেম ও বীরত্বের সঙ্গে কাজ করছে। 

বুধবার সকাল সাড়ে ১০টায় রাজশাহীর বাঘায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সীমান্তে বাংলাদেশিদের হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে যে হত্যাকাণ্ডগুলো হয় তার পিছনে কারণ আছে। ভারতের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। সীমান্তে হত্যাকাণ্ডগুলো খতিয়ে দেখা হচ্ছে। আমরা ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি তারা যেন সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনে। এজন্য তাদেরকে (বিএসএফ) সীমান্ত এলাকায় ভারী অস্ত্র ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে। তারাও আমাদের কথা দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ যাতে না হয় সেজন্য আমাদেরকে তারা কাজ করতে বলেছে। সীমান্তে যে কোন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে আমরা উভয় দেশ পতাকা বৈঠকের মাধ্যমে তা সমাধান করছি। বিজিবি বিএসএফের সব সময় কথা বলার জায়গা থেকে যায় পতাকা বৈঠকের মাধ্যমে। দুই দেশের চুক্তি মতো কাজ না হলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে সেই বিষয়ে অবগত করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল এবং যুগোপযোগী করার জন্য সমগ্র বাংলাদেশের ১৩টি উপজেলায় উপজেলা আনসার ও ভিডিপি মডেল ভবন নির্মাণ কার্যক্রম চলমান আছে এবং ৯টি উপজেলা আনসার ও ভিডিপি, নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলার বাঘা এবং তানোর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি মডেল ভবন করা হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এরপর দুপুর সাড়ে ১২টায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী জেলা পুলিশ লাইনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন এবং জেলা পুলিশ আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

এদিকে, বিকেল ৩টায় পুঠিয়ার বানেশ্বরে অনুষ্ঠিতব্য মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,871FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles