34 C
Bangladesh
Thursday, June 1, 2023
spot_img

আমরা সোনার বাংলা অর্থাৎ স্মার্ট বাংলাদেশ গড়তে চাই- শিক্ষামন্ত্রী

বাংলা স্টার প্রতিনিধি -শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এখন আর শিক্ষার বয়স থাকবে না। যে কোনো বয়সে একজন ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠানে এসে শিক্ষা গ্রহণ করতে পারবে, এ সুযোগ আমরা করে দিতে চাই। এখন শিক্ষার্থীরা শিখবে, অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে, মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভয় থাকবে না, আমরা চাই আনন্দময় শিক্ষা হবে। এর মধ্যে দিয়ে তারা প্রযুক্তির শুধুমাত্র ব্যবহার নয়, প্রযুক্তিতে দক্ষ হবে এবং তারা মানবিক ও সৃজনশীল মানুষ হবে। যেন তারা দেশের সুনাগরিক এবং বিশ্ব নাগরিক হতে পারে। 

তিনি বলেন, আমরা দেশের শিক্ষা ব্যবস্থায় নানা পরিবর্তন নিয়ে আসবার চেষ্টা করছিলাম দীর্ঘদিন থেকে। এখন শিক্ষা ব্যবস্থায় শুধু পরিবর্তন নয়, রূপান্তরের কথা বলছি। কারণ এখন আর পরিবর্তন দিয়ে কোনো কাজ হবে না। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাওয়াতে হলে শিক্ষা ব্যবস্থায় একটা রূপান্তর ঘটাতে হবে। আর সেই রূপান্তর ঘটাবার জন্য আমরা নতুন শিক্ষাক্রম নিয়ে আসছি। আমাদের শিক্ষার্থীদের শিখন পদ্ধতিতে সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসছি।

শুক্রবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে চাঁদপুর মাতৃপীঠ গভ. গার্লস হাইস্কুলের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, আমরা যে সোনার বাংলা অর্থাৎ স্মার্ট বাংলাদেশ গড়তে চাই তার সবই সম্ভব আমাদের এই শিক্ষার্থীদের সঠিকভাবে সঠিকপথে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে।

মাতৃপীঠ গভ. গার্লস হাইস্কুলের রয়োজ্যেষ্ঠ প্রাক্তন প্রধান শিক্ষক সখিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল। শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বিদ্যালয়ের কয়েক হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদিন কলেজ ক্যাম্পাসে মাতৃপীঠের সাবেক শিক্ষার্থীরা প্রাণবন্ত আড্ডা, স্মৃতিচারণ, র্যা ফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে মেতে ওঠেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, ডা. এসএম সহিদ উল্যাহ, অধ্যক্ষ মোশারেফ হোসেন মিরন প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,790FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles