
বাংলা স্টার রিপোট- নৃত্য, গান ও নাট্য অভিনয়ের মধ্য দিয়ে চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলায় পরিবেশিত হয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় থেকে মুক্তিযুদ্ধের বিজয় মেলার বঙ্গবন্ধু মঞ্চে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় চাঁদপুরে জেলা প্রশাসক কামরুৱ হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, মহাসচিব হারুন আল রশিদসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধী জন উপস্থিত থেকে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন পুনাক সভানেত্রী ডা. আফসানা শর্মী।
সংগীত ও নৃত্য পরিচালনায় ছিলেন শিপ্রা মজুমদার ও রাখি মজুমদার। যন্ত্র সংগীতে ছিলেন রাজীব, বাতেন, শুভ্র। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক এমআর ইসলাম বাবু।
এসময় পুলিশ প্রশাসনসহ, পুনাকের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।