29 C
Bangladesh
Sunday, October 1, 2023
spot_img

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রি আবুল কাশেমের মৃত্যু

বাংলা স্টার হাজীগঞ্জ প্রতিনিধি- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে মো. আবুল কাশেম মোল্লা (৩৪) নামে রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে ওই ইউনিয়নের সর্বতআরা গ্রামের নতুন সর্দার বাড়ির আলী আকবরের দোতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।
আবুল কাশেম মোল্লা বড়কুল পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ড কোন্দ্রা গ্রামের মোল্লা বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে। তাঁর মুনিহা নামের ৫ বছর বয়সি শিশু সন্তান রয়েছে।
মৃত্যুর বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান মজিব।
নিহতের বড় ভাই জসিম মোল্লা জানান, গত দুই মাস যাবৎ তারা দুই ভাই ওই বাড়ির আলী আকবরের দোতলা ভবনের নির্মাণ কাজ করে। বৃহস্পতিবার বিকালে কোরাবাড়ি (লোহার সাবল) দিয়ে নির্মাণাধীন ভবনের পেরেক খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। শ্রমিকেরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,876FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles