
বাংলা স্টার রিপোট- চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ১১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোকলেছ বরকন্দাজ (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে শহরের খলিশাডুলি গ্রামের নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
মোকলেছ ওই গ্রামের বরকন্দাজ বাড়ীর মৃত মান্নান বরকন্দাজের ছেলে।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন খলিশাডুলি গ্রামের বরকন্দাজ বাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামী মোঃ মোকলেছ বরকন্দাজকে ১১৪ (একশত চৌদ্দ) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।