
বাংলা স্টার বগুড়া প্রতিনিধি-সারা দেশে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, ‘সব ক্ষেত্রে ব্যর্থ এই সরকাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে ঢাকায় ৩০ ডিসেম্বর সরকারের পতনে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। আজ বগুড়া থেকেই শুরু হলো সরকার পতনের নতুন আন্দোলন।’
ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বগুড়ায় কেন্দ্রঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
সমাবেশে বক্তব্য দেন—সাবেক এমপি কাজি রফিক, মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান হারেজ, আলী আজগর তালুকদার হেনা, মীর শাহে আলমসহ বিএনপির সিনিয়র নেতারা।
সমাবেশের পর আমান উল্লাহ আমানের নেতৃত্বে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আলতাফুন্নেছা খেলার মাঠ, কোর্ট স্ট্রিট হয়ে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।