
বাংলা স্টার স্পোর্টস ডেস্ক-মিরপুর টেস্টে সোমবার চতুর্থ দিনের শুরুতেই ভারতের ব্যাটার জয়দেব উনাদকাটকে ফেরালেন সাকিব। এর পর মিরাজ ভেলকি শুরু পরপর দুই ওভারে ঋষভ পান্ট ও অক্ষর প্যাটেলকে বিদায় করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সাকিব বাহিনী।
এ নিয়ে সপ্তম উইকেটের পতন ঘটল ভারতের। সোমবার সকালে সাকিবের প্রথম ওভারেই আউট হন উনাদকাট।
দিনের প্রথম ওভারেই মিলতে পারত উইকেট। আম্পায়ার্স কলে বেঁচে যান উনাদকাট।
মেহেদী হাসান মিরাজের অফ স্টাম্পের বাইরে পড়ে স্পিন করে ভেতরে ঢোকা বল ব্যাটে খেলতে পারেননি তিনি। আম্পায়ার জোরালো আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন সাকিব আল হাসান।
বল ট্র্যাকিংয়ে দেখা যায়, স্টাম্পে স্পর্শ ছিল আম্পায়ার্স কল। লেগ স্টাম্প ছুঁয়ে যেত বল। বেঁচে যান ব্যাটসম্যান, টিকে যায় রিভিউ।
তৃতীয় দিনে বাংলাদেশ ২৩১ রানে অলআউট হলে ভারতের জয়ের জন্য প্রয়োজন পড়ে ১৪৫ রানের। ভারত ৪ উইকেটে ৪৫ রানে দিন শেষ করে। আজ চতুর্থ দিনে সেটি নিয়েই দারুণ লড়াই করছে বাংলাদেশ। জাগিয়েছে অভাবনীয় এক জয়ের আশা। সাকিব শুরু করলেও মিরাজ ভেলকিতে পরপর দুই ওভারে ঋষভ পান্ট, অক্ষর প্যাটেলকে বিদায় করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সাকিব বাহিনী।
ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে জিততে আর ৩ উইকেটের প্রয়োজন সাকিব আল হাসানের দলের। সফরকারীদের করতে হবে আরও ৬৫ রান।
তৃতীয় দিনে দুই ওপেনার শুভমান গিল ও লোকেশ রাহুল এবং দুই ব্যাটিং ভরসা চেতেশ্বর ও বিরাট কোহলি যেতে পারেননি দুই অঙ্কে। ৩৭ রানের মধ্যে তাদের ফিরিয়ে দিয়ে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু চতুর্থ দিনে বাংলাদেশের সেই স্বপ্ন ফিকে করে দেয় ভারত।