
বাংলা স্টার নিজস্ব প্রতিবেদক-বগুড়ায় নানা আয়োজনে পালিত হয়েছে খ্রিষ্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন। বড়দিনকে ঘিরে সকাল থেকে বগুড়া শহরের খান্দার এলাকায় খ্রিষ্টীয় উপাসনালয়ে বাইবেল পাঠ, বাণী প্রচার, ধর্মীয় গান, কেক কাটা, পৃথিবীর সকল জীবের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মোমবাতি প্রজ্জলন, রঙিন কাগজ, ফুলসহ নানা আয়োজন করা হয়।
এ উপলক্ষে গির্জাকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
খ্রিষ্টান ধর্মালম্বী শিশু-নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের সুখের জন্য বিশেষ প্রার্থনা করে, প্রার্থনায় আত্মশুদ্ধি মধ্য দিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করে। যীশুর আগমন বার্তা সবাইকে জানান দিতে উপাসনলায়ের সামনে চলে কীর্তন।
মার্গারেট বন্দনা জুঁই বলেন, মানুষের কল্যাণের জন্যই মানুষ রূপে জন্ম নেন যীশু খ্রিস্ট। এ জগতে মানুষের হানাহানি মারামারি ও অশান্তি দূর করার জন্যই যীশু খ্রিস্টের জন্ম হয়। তাঁকে অনুসরণ করেই আমাদের আগামীর পথ চলা।
বগুড়া খ্রিস্টীয় মন্ডলীর সম্পাদক ছবি রাণী বিশ্বাস বলেন, আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে যীশুর এ ধরায় আগমন ঘটেছিল। আর এ আগমন উপলক্ষে আমাদের এ আয়োজন।
বগুড়া খ্রিস্টীয় মন্ডলীর সভাপতি রবার্ট রবিন মারান্ডি বলেন, গত দু’বছর করোনার কারণে বড়দিনের আনুষ্ঠানিকতায় ভাটা পড়ে। তবে এবার দিনটিকে ঘিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যীশুর কাছে প্রার্থনা করেছি, পুরো বিশ্ব শান্তিময় হয়ে উঠুক। সব ধর্মের মানুষ যেন পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারেন। নিজেদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে।