
বাংলা স্টার অনলাইন-আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন ঝরাচ্ছেন জয়া আহসান। সম্প্রতি স্বল্প বসনায় নিজ ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ছবি প্রকাশ করেন তিনি। আর সেই ছবি নিয়ে আলোচনার ঝড় বইছে কমেন্ট বক্সে।
ফেসবুকে প্রকাশিত পাঁচটি ছবিতে জয়াকে দেখা যায় মোহনীয় এক পোশাকে। সেই সঙ্গে চোখে কালো কাজল। ৩৯ বছর বয়সী এই অভিনেত্রীকে দেখে অনেকেই বিমোহিত হবেন। আর এ কারণেই তাকে নিয়ে মেতেছে ভক্তরা।
ফেসবুক পোস্টের কমেন্ট বক্স ভেসে যাচ্ছে ভক্তদের কমেন্টে। একজন ভক্ত লেখেন, উফফফ! কেউ ফায়ার বিগ্রেড খবর দাও। আগুন।
অবশ্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও রয়েছে কমেন্টে। সেই সমালোচকদের উদ্দেশ্য করে এক ভক্ত লেখেন, ‘অনেক সাহসী অভিনেত্রী। কমেন্ট যাই আসুক না কেন তাতে কোন কিছু যায় আর আসেনা। বাস্তবতার চলার এমনিতেও কেউ কারো কাজে আসেনা। নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হয়। মানুষ শুধু বিভিন্ন অজুহাতে সমালোচনা করতে পারবে এছাড়া আর কিছুই করতে পারবে না। একদম ঠিক আছে।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি পোস্ট করার দুই মিনিট পরেই মুছে ফেলেন জয়া আহসান। পরবর্তীতে আবারও পোস্ট করেন কিছু সময় বাদে।
ঢালিউড ও টালিউড পাড়ায় নিজের নাম লিখিয়েছেন জয়া আহসান অনেক আগেই। সম্প্রতি বলিউডের সিনেমায় পঙ্কজ ত্রিপাঠির মতো অভিনয়শিল্পীর সহশিল্পী হয়েছেন তিনি। এ বছর ‘ওসিডি’ নামের টালিগঞ্জের এক সিনেমা নিয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনয়শিল্পী।