
বাংলা স্টার ডেস্ক-ছয় বছরের সংসারজীবনে ইতি টেনেছেন অভিনেত্রী স্বাগতা। বিষয়টি গণমাধ্যেমে অভিনেত্রী নিজেই জানিয়েছেন। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর চিত্রগ্রাহক রাশেদ জামানকে ভালোবেসে বিয়ে করেছিলেন স্বাগতা। ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে স্বামী চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে তার বিচ্ছেদ হয়।
স্বাগতা জানিয়েছেন, ‘ একটা পর্যায়ে আমাদের বোঝাপড়ায় খুব সমস্যা হচ্ছিল। তারপরও আমরা দুজন আমাদের সম্পর্কটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বারবার চেষ্টা করেছি। যখন দেখলাম, কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। দুজনই ভেবেছি, অস্বাস্থ্যকর সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়ার চেয়ে দুজনের বিচ্ছেদটা উত্তম। আমাদের পরিবারের সঙ্গেও কথা বলি। তারাও সম্মত হয়। এরপর যথাযথ নিয়ম মেনে আমরা সম্পর্কের ইতি টানি।’
সম্প্রতি ওয়েব সিরিজ ‘কাইজার’এ অভিনয় করে আলোচনায় আসেন স্বাগতা। ‘দেয়ালের দেশ’ নামের সিনেমার কাজ নিয়ে শুটিংয়ে ব্যস্ত আছেন তিনি। সম্প্রতি তার অভিনীত ‘অসম্ভব’ চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।