
স্টাফ রিপোটার- দারুন দারুন গান ও নৃত্যের মধ্য দিয়ে গৌরবের ৩১তম বছর পূর্তির চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলায় চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয় মেলার বঙ্গবন্ধু মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিক এমআর ইসলাম বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ সূচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার।
অনুষ্ঠানের প্রথম পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ২য় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদ, বিশিষ্ট ছড়াকার সনাক চাঁদপুর এর সভাপতি ডা. পিযুষ কান্তি বড়ুয়া,
এসময় উপস্থিত ছিলেন সচিব রোটারিয়ান তোফায়েল আহমেদ শেখ, মো. ফারুক ভূঁইয়া, সাধনা সরকারসহ চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে কুশীলবেরা হলেন, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি হারুন আল রশিদ, সাধনা সরকার, শাওন, সাফানা নামরীন হোসেন মেধা, উম্মে আয়েশা খানম চম্পা,, রাব্বি, ফিরোজ, পাবেল, জাহিদ, প্রীতি, মুন্নি, রুবা, নদী, নাদিয়া, মোবারক, আরিশা, অর্না, তনুশ্রী, কথা, মুন্নি, শুভ্র রক্ষিত, রাজিব, বাতেন, মামুন, অন্তু, বাবু, মুন্না, প্লাবনসহ আরো অনেকে।