
বাংলা স্টার রিপোর্ট-মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানামেট্রোরেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা
মেট্রোরেল উদ্বোধনের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা-ধন্যবাদ জানানোর পাশাপাশি বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাকে বিশেষভাবে সম্বোধন করেন এবং পরিচয় করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের খেলার মাঠে মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে এই সুধী সমাবেশ হয়।
মেট্রোরেলের ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদের এবং মেয়র আতিকুল ইসলামমেট্রোরেলের ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদের এবং মেয়র আতিকুল ইসলাম
সমাবেশে সভাপতির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, আমাদের আজকের অনুষ্ঠানে শেখ হাসিনার পাশে যিনি বিশেষ অতিথি হিসেবে বসে আছেন, তিনি বঙ্গবন্ধুর আরেক কন্যা। বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব যেমন সংকটে বঙ্গবন্ধুর পরিবার ও পার্টিকে সামলিয়েছেন, তেমনি সংকটে শেখ হাসিনার পাশে সাহসী সহযোদ্ধার নাম শেখ রেহানা। এ সময় শেখ রেহানা চেয়ার উঠে দাঁড়িয়ে সবাইকে হাত উঁচিয়ে শুভেচ্ছা জানান। এ সময় শেখ রেহানার বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাততালি দেন।শেখ রেহানা সম্পর্কে কাদের বলেন, তিনি সাদাসিধা জীবনযাপন করেন। লন্ডন সিটিতে চাকরি করেন। বাসে চড়ে যাতায়াত করেন।