
বাংলা স্টার অনলাইন-প্রায় চার মাস বিদেশে চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় দেশে পৌঁছাবেন জানিয়েছে মীরজাদী সেব্রিনার পরিবার।
গত আগস্ট মাসের শুরুতে মীরজাদী সেব্রিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর রাজধানীর একটি বড় হাসপাতালে ভর্তি করা হয় তকে। সেখান থেকে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। ভর্তি করা হয় সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে। ওই হাসপাতালে তাকে পাঁচবার নেক্রোসেক্টোমি করা হয়। চিকিৎসকালে দীর্ঘদিন ভেন্টিলেটরে রাখা হয় সেব্রিনাকে।
পারিবারিক সূত্র জানিয়েছে, মীরজাদী সেব্রিনা সুস্থ হয়ে দেশে ফিরলেও এখনই কাজে যোগ দেবেন না। কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাকে। এসময় তিনি বাড়িতেই থাকবেন। জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে তিনি কাজ শুরু করবেন।
করোনা মহামারির শুরুর দিকে মীরজাদী সেব্রিনা ফ্লোরা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ছিলেন। সেই সময়ে মহামারির সর্বশেষ পরিস্থিতি ও করণীয় বিষয়ে জানাতে প্রতিদিন ঠিক দুপুর ১২টায় গণমাধ্যমের সামনে হাজির হতেন তিনি। নির্দিষ্ট সময়ে উপস্থিতি ও স্পষ্ট বক্তব্যের কারণে জনপ্রিয় হয়ে ওঠেন সেব্রিনা।