
স্টাফ রিপোট- চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি ভেরিফিকেশন সম্পন্ন করেছেন জেলা প্রশাসক (ডিসি) ওজেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে এই ভেরিফিকেশন কাজ সম্পন্ন করেন।
এ সময় ট্রেজারি গার্ডের একটি চৌকস দল জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করেন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং ট্রেজারি শাখার সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ।