
বাংলা স্টার রিপোট- এক কোটি ৩৫ লাখ টাকা ব্যায়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এর নবনির্মিত বাসভবনের উদ্বোধন হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ চাঁদপুর ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদে ফলক উম্মোচন করে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
উদ্বোধন শেষে মন্ত্রী নবনির্মিত বাসভবন ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, সদর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
শিক্ষামন্ত্রী সকালে চাঁদপুরে সংক্ষিপ্ত সফরে আসলে সার্কিট হাউজে উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এরপর বিকেলে মন্ত্রী চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করেন মন্ত্রী।