
বিনোদন প্রতিবেদক-বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ১৪২ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বরেণ্য নির্মাতা কাজী হায়াৎ। মহাসচিব পদে ১৬০ ভোট পেয়ে এগিয়ে আছেন শাহীন সুমন। তাদের সঙ্গে পরাজিত হয়েছেন অন্য প্যানেলের সভাপতি প্রার্থী মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব প্রার্থী জাকির হোসেন রাজু।
নির্বাচিত অন্যরা হলেন:
ছটকু আহমেদ (সহসভাপতি), কবিরুল ইসলাম রানা (উপ মহাসচিব), সেলিম আজম (কোষাধ্যক্ষ), শাহীন কবির টুটুল (সাংগঠনিক সচিব), নূর মোহাম্মদ মনি (তথ্য প্রযুক্তি সচিব), আব্দুর রহিম বাবু (সাংস্কৃতিক ও ক্রিয়া সচিব), ওয়াজেদ আলী বাবলু (প্রচার প্রকাশনা ও দপ্তর)
কার্য নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন:
মোস্তাফিজুর রহমান মানিক, মারিয়া আফরিন তুষার, হাবিবুর রহমান হাবিব, এসডি রুবেল, বজলুর রাশেদ, পল্লী মালেক, ইফতেখার জাহান, শাহাদাৎ হোসেন লিটন, সোহানুর রহমান সোহান।
আজ শুক্রবার সন্ধ্যা থেকে ভোট গণনার পর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু। পরিচালক সমিতির নির্বাচনে আরও দুজন নির্বাচন কমিশন সদস্য ছিলেন সামসুল আলম ও বি.এইচ নিশান।