35 C
Bangladesh
Thursday, June 1, 2023
spot_img

প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চাঁদপু‌রে সর্বস্তরের জনগ‌ণের আনন্দ মিছিল

বাংলা স্টার রিপোট-চাঁদপুরের কৃতি সন্তান, চাঁদপুর-৩ আসনের তিন বারের নির্বাচিত এমপি শিক্ষামন্ত্রী ডা.দীপু ম‌নি‌ এমপি কে বাংলা‌দেশ আওয়ামী‌ লীগের পঞ্চম বা‌রের ম‌তো যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্য পদে নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে কৃতজ্ঞতা ও ধন‌্যবাদ জা‌নি‌য়ে চাঁদপু‌রের সর্বস্ত‌রের জনগ‌ণের ব‌্যানা‌রে আনন্দ মিছিল বের করা হ‌য়।

২৯ ডিসেম্বর বৃহস্প‌তিবার বি‌কে‌লে জেলা আওয়ামী লী‌গের দলীয় কার্যালয় থে‌কে আনন্দ মি‌ছিল‌টি বের হ‌য়ে শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ শে‌ষে পুনরায় দলীয় কার্যাল‌য়ে এসে মি‌ছিল শেষ হয়।

মি‌ছিল পূর্ব সং‌ক্ষিপ্ত সভায় বক্তব‌্য রা‌খেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জু‌য়েল, ‌জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক তাফাজ্জল হো‌সেন এসডু পাটওয়ারী, উপ দপ্তর সম্পাদক ও পি‌পি অ‌্যাডঃ রন‌জিৎ রায় চৌধুরী, সদর উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, জেলা ম‌হিলা আওয়ামী লী‌গের আহবায়ক অধ‌্যা‌পিকা মাসুদা নুর, পৌর আওয়ামী লী‌গের সভাপ‌তি রাধা গো‌বিন্দ গোঁপ, সাধারণ সম্পাদক আ‌মিনুর রহমান বাবুল, জেলা যুব লী‌গের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, গ‌ণি আদর্শ উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক আব্বাস উ‌দ্দিন, জেলা বিএম এ সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম।

জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ও প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, জেলা মৎস্যজীবি লীগের সহ সভাপতি শাহ আলম মল্লিক প্রমুখ।

উক্ত আনন্দ মিছিলে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ, ছাএ লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠন, জেলা বিএম এ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, বাংলাদেশ শিক্ষক পরিষদসহ বিভিন্ন পেশাজীবি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন গুলো ব্যানারসহকারে আনন্দ মিছিলে অংশ গ্রহণ করে।

উল্লেখ্য, এই আনন্দ মিছিলটি এ যাবত কালের স্মরণীয় মিছিল হিসেবে চাঁদপুরে আলোচনা পরিনত হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,790FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles