
বাংলা স্টার রিপোট-চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের লামচরি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পশ্চিম সুজাতপুর চৌরাস্তা মোড় মেইন রোড পর্যন্ত ৯০০ মিটার কাঁচা রাস্তা এইচবিবি (হেরিংবনপোন্ড) কাজের উদ্বোধন করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. শামসুল আলম।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি ফলক উন্মোচন করে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন এবং ইট গেথে কাজের শুভ সূচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, ডেপুটি প্রজেক্ট
ডিরেক্টর মোহাম্মদ আওলাদ হোসেন, ছেংগারচর পৌরসভার প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম আজাদ, ওসি মোঃ মহিউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সরকার মুকুল।
এছাড়াও উপজেলা যুবলীগের সদস্য শরীফ উল্লাহ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. জামাল হোসেন নাহিদ, আওয়ামী লীগ নেতা প্রভাষক মোস্তফা কামাল, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এসএম রাসেল বাবু, দূর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল হাসেম রিপনসহ দলীয় নেতারা এসময় উপস্থিত ছিলেন।