
বাংলা স্টার রিপোট- চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান বলেছেন, চাঁদপুর পৌরসভার নির্বাচন হয়েছে অতিমারির সময়ে। ওই সময়ই আমি পৌরসভার দায়িত্ব নিয়েছি। এরপর সরকার জাতীয়ভাবে অর্থ সংকটে পড়েছে। যার কারণে পৌরসভাগুলোর বরাদ্দও কমেছে। যে কারণে জনগণের সঙ্গে উন্নয়নের যে অঙ্গীকার তা এখন বাস্তবায়ন করা হয়নি। তবে উন্নয়নমূলক কাজ হয়েছে। গত দুই বছরে আমাদের পৌর পরিষদ ২২ কোটি টাকার উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছে। বিগত পৌর পরিষদ ১৫ বছরে উন্নয়নমূলক কাজ করেছেন ৭৫ কোটি টাকার।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। আমরা সেভাবেই আপনাদের দেখি। কারণ সমাজের পুরো চিত্র আপনাদের লেখনির মাধ্যমে আমরা কয়েক পাতার মধ্যে দেখতে পাই। চাঁদপুর পৌরসভার উন্নয়নমূলক কাজ করার জন্য আপনাদের একান্ত সহযোগিতা প্রয়োজন। কারণ আপনাদের লেখনি হচ্ছে জনমত তৈরী করার সবচেয়ে বড় হাতিয়ার।
মেয়র বলেন, পৌরসভা একজন নাগরিক বসবাসের জন্য সব ধরণের সুবিধা ও ব্যয় করে। কিন্তু বিপরীতে তারা সেভাবে পৌরসভার টেক্স দিতে রাজি হয় না। কিন্তু সাধারণ একটি ডিস লাইন ব্যবহার করার জন্য প্রতিমাসেই নির্দিষ্ট অংকের টাকা পরিশোধ করছেন।
তিনি বলেন, গত দুই বছর উন্নয়নমূলক কাজ কম হলেও আগামী তিন বছর আমরা ভাল কাজ করতে পারব ইনশাআল্লাহ। এ ক্ষেত্রে আমাদের সব শ্রেনী পেশার লোকজন সহযোগিতা করতে হবে। আমি সাহসী উদ্যোগ নিয়ে শহরের রাস্তাগুলো প্রশস্থকরণ করছি। আশা করছি পৌরসভার সম্পত্তি উদ্ধারের পাশাপাশি উন্নয়নের কাজগুলোও সম্পন্ন হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।সমাবেশে জেলা সদরে কর্মরত ও ৮ উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।