29 C
Bangladesh
Sunday, May 28, 2023
spot_img

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

বাংলা স্টার লালপুর (নাটোর) প্রতিনিধি-নিহতের পরিবারে চলছে আহাজারি।
নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার গোপালপুর রেলওয়ে গেট এলাকায় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন উপজেলার গোপালপুর পৌরসভার কেশবপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মুনতাজ উদ্দিন মাস্টার (৬২), নারায়ণপুর গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন (৬০) এবং একই গ্রামের মুনজুর রহমানের স্ত্রী সাথী খাতুন (৩৫)। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, শনিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার রেলগেট থেকে ২০০ গজ পশ্চিমে নারায়ণপুর নামক স্থানে সিগন্যাল এলাকায় রেললাইন পার হওয়ার সময় একটি লাইন দিয়ে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও অন্য লাইন দিয়ে মালবাহী ট্রেন দুটির ক্রসিং হচ্ছিল। এ সময় মালবাহী ট্রেনটি পার হয়ে অপর লাইনের ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন দিক থেকে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনজন। দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। 

এ বিষয়ে গোপালপুর রেলওয়ে স্টেশনে কর্তব্যরত পোর্টার মো. আবু রায়হান বলেন, ‘লাইনে সিগন্যাল বাতি না থাকায় এবং সামনে-পেছনে ট্রেন খেয়াল না করায় পেছন থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরই লালপুর থানা ও ঈশ্বরদী জিআরপিকে খবর দেওয়া হলে তাঁরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন।’ 

গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বাবুল আক্তার বলেন, ‘এই স্টেশন দিয়ে আন্তনগর, মেইল, লোকাল ও মালবাহী ৬০টি ট্রেন প্রতিদিন যাতায়াত করে। যাত্রাবিরতি করা ২০টি ট্রেনে প্রতিদিন ১২০০ থেকে ১৫০০ যাত্রী যাতায়াত করে থাকে। স্টেশনের কার্যক্রম ও সিগন্যাল বন্ধ হওয়ায় দুর্ঘটনার পাশাপাশি যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।’ 

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘গোপালপুরে রেলওয়ে গেট থেকে নারায়ণপুর নামক স্থানে দুই লাইন দিয়ে ট্রেন যাচ্ছিল। রেললাইন দিয়ে বাড়ি যাওয়ার সময় লাইন পার হতে গিয়ে অসাবধানতাবশত টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুজন পুরুষ ও এক নারীর মৃত্যু ঘটেছে। মরদেহগুলো তাঁদের বাড়িতে নেওয়া হয়েছে।’ 

দুর্ঘটনাস্থল। ছবি: আজকের পত্রিকাদুর্ঘটনাস্থল। ছবি: আজকের পত্রিকা
ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত আজিমনগর রেলস্টেশন জনবলসংকটের অজুহাতে গত ২২ আগস্ট স্টেশনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এতে চলাচলকারী ট্রেনগুলো সিগন্যাল সমস্যায় পড়ে। 

বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘স্টেশনটির লাইনগুলো সরাসরি আব্দুলপুর জংশন এবং ঈশ্বরদী জংশন ও ঈশ্বরদী বাইপাস স্টেশনের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,782FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles