
বাংলা স্টার রিপোট-চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহিম খলিল আর বেঁচে নেই। ( ইন্না…রাজিউন) ।
তিনি হৃদক্রীয়া বন্ধ হয়ে মারা যান। তার মৃত্যুর খবর দ্রুত আদালত এলাকায় ছড়িয়ে পড়লে আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
রোববার ( ১ লা জানুয়ারি ) তিনি আদালতের কাজ সেরে দুপুরে নিজ এলাকা শহরের ষোলঘর স্কুলে বই বিতরন করতে আদালত থেকে রওয়ানা দেন। স্কুল ও বাড়ির রাস্তাতেই যাওয়ার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। সাথে সাথে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কতব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন। অ্যাডঃ ইব্রাহিম খলিল বসবাস করতেন শহরের ষোলঘর বিটি রোড এলাকায়। তার নিজ বাড়ি ফরিদগঞ্জ উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রামে।
তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে পাশ করার পর ১৯৮৯ সালের ২০ এপ্রিল চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে তিনি যোগদেন। রোববার দুপুর পযন্ত তিনি আইনপেশার সাথে জড়িত ছিলেন।