
স্টাফ রিপোটার- চাঁদপুর শহরে নারী বিদ্যাপীঠের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে ।
রবিবার (১ জানুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় তিনি বলেন, এই বিদ্যালয়ের একটি গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। আশা করছি তোমারা তোমাদের ভালো ফলাফলের মধ্যে দিয়ে আগামী দিনেও সেই গৌরব ধরে রাখবে।যাতে তোমারা ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারো। এবং দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারো। আজকে একদিনে বাংলাদেশের ৪ কোটি শিক্ষার্থী বিনামূল্যে ৩৩ কোটি বই পেয়েছে।
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক নাজির আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ ।