
বাংলা স্টার রিপোট-চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের সীমান্ত এলাকা আলু বাজার ফেরিঘাট থেকে ১ হাজার ২০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ২টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর স্টেশন টহল সদস্যরা আলু বাজার ফেরিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে চাঁদপুরগামী একটি স্টিলবডি ট্রলারে তল্লাশি করে ১ হাজার ২০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করেন।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জামিল হোসেন।
তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জেলি পুশকরা চিংড়িগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।