29 C
Bangladesh
Saturday, June 3, 2023
spot_img

শাহমাহমুদপুর ইউনিয়নে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের পরিদর্শন

বাংলা স্টার রিপোটার- চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম ৭৪ তম বুনিয়াদী বিসিএস প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের সার্বিক কার্যক্রম তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং স্থানীয় সরকারের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে সম্যক ধারণা অর্জন করার লক্ষ্যে বিশেষ টিম যোগে পরিষদ কার্যালয়ে এসে উপস্থিত হয়। এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সচিব তাঁদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
জানা যায়, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকার ২৯ নভেম্বর ৭৪ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকাণ্ডের সাথে ১ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে ৪ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নিবিড় ভাবে পর্যবেক্ষণ এবং বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে নির্দেশ দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় পর্যবেক্ষক টিম ইউনিয়ন পরিষদে আসে। পরে ওই কর্মকর্তাগণ ইউনিয়ন পরিষদের ইউডিসি তথ্য সেবার মান সহ বিভিন্ন কর্মকান্ড ঘুরে দেখেন। ইউনিয়ন পরিষদের সেবার মান নিবিড় ভাবে পর্যবেক্ষণ, অবকাঠামগত উন্নয়নসহ বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে সম্যক ধারণা অর্জন শেষে সকলেই চেয়ারম্যান ও সচিবের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
পরিশেষে ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন সেবায় সার্বিক সহযোগিতা করায় প্রতি মাসের ন্যয় ধারাবাহিক পুরস্কার তারা তুলে দেন।
ওই সময় ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটোয়ারী, সচিব এম এ কুদ্দুস রোকন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার আবুল হোসেন, ইউপি সদস্য নাজির হোসেন, হাবিবুর রহমান হাজি, মোঃ সোহেল পাটোয়ারী (সোহাগ), শাহাদাত হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য ফিরোজা বেগম, ইউজিসির ইলিয়াস আহমেদ মিঠু, সুমী আক্তার সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য বৃন্দ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,795FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles