33 C
Bangladesh
Saturday, September 30, 2023
spot_img

দেশের জনগণ ভাল থাকলেই প্রধানমন্ত্রী ভাল থাকবেন-কামরুল হাসান

বাংলা স্টার হাইমচর প্রতিনিধি- ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল হাইমচর উপজেলা প্রশাসন।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মৎস্য অফিসার মাহবুবুর রশিদ এর পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে ডিসি কামরুল হাসান বলেন, এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাধ্যমে আপনাদের মাঝে কম্বল বিতরণ করার জন্য বলেছেন। আজকে হাইমচরে এসে দেখলাম শীত অনুভুত হচ্ছে। যাদেরকে আজকে শীত বস্ত্র দেয়া হচ্ছে তাদের অনেকের হয়ত শীতবস্ত্র আছে। তারপরেও দরকার থাকতে পারে। এসব বিষয়গুলো চিন্তা করেই প্রধানমন্ত্রী হাইমচরে ৫শত মানুষের জন্য শীতবস্ত্র (কম্বল পাঠিয়েছেন)। মাননীয় প্রধানমন্ত্রী সবার কথা মনে রাখেন। আজকে মানুষ ৩ বেলা খেতে পারেন। এখন কারো ঘরে কোন অভাব নেই। দেশের জনগণ ভাল থাকলেই তিনি ভাল থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সরকার, উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী, চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ যুবায়ের শিমুলসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,875FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles