
বাংলা স্টার প্রতিবেদন -এখন থেকে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড হুরে মহিলাদের পাশাপাশি পুরুষদের ফ্যাশনেবল পোশাক পাওয়া যাবে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের লেভেল-১ এ অবস্থিত শোরুমে ছেলেদের শার্ট, পাঞ্জাবি, কাবলি, ভেস্ট কোর্ট, ডেনিম প্যান্ট, টুইল প্যান্ট এবং বাচ্চাদের পোশাক বিক্রি শুরু হয়েছে। যমুনা ফিউচার পার্কে বৃহস্পতিবার বিকালে হুর শোরুমে ‘হুর ম্যান’ সেকশনের উদ্বোধন করেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন হুর দ্য ব্র্যান্ড’র হেড অব অপারেশন্স মোহাম্মদ মেহমুদ গুঞ্জাল।
শোরুমের সহকারী ম্যানেজার নাহার নিশা বলেন, অল্প কয়েক দিনের মধ্যে হুর ফ্যাশন বাংলাদেশের নারীদের কাছে জনপ্রিয় ব্র্যান্ড হিসাবে স্বীকৃতি পেয়েছে। যেসব নারী আগে পাকিস্তানি থ্রি-পিস কিনতেন, এখন তারা হুর ব্র্যান্ডের পোশাক কিনছেন। তাই ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে নিত্যনতুন ডিজাইনের পোশাক আনছে হুর ফ্যাশন।
তিনি আরও বলেন, অনেক পুরুষ তার নারী সঙ্গীর সঙ্গে পোশাক কিনতে এসে গুণগতমান দেখে মুগ্ধ হয়ে আমাদের পুরুষ আইটেমের পোশাক বাজারে আনার অনুরোধ জানিয়েছেন। তাদের কথা মাথায় রেখে শুরুতে ছেলেদের পাঞ্জাবি, কটন শার্ট, ভেস্ট কোর্ট, ডেনিম প্যান্ট, টুইল প্যান্ট এবং বাচ্চাদের পোশাক দিয়ে হুর ম্যানের যাত্রা শুরু। আগামীতে নতুন নতুন আইটেমের পোশাক আনা হবে। নিশা আরও বলেন, আমাদের কম্বো (বাবা-ছেলে, মা-মেয়ে) প্যাকেজ জনপ্রিয়তা অর্জন করছে। বাবা-ছেলের জন্য একই কালারের পাঞ্জাবি বা শার্ট এবং মা-মেয়ের জন্য একই কালারের লন থ্রি-পিসের বিশাল কালেকশন রয়েছে এখানে।
উল্লেখ্য, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে যমুনা গ্রুপের রিটেইল ফ্যাশন ব্র্যান্ড হুর। নারীদের লন থ্রি-পিস দিয়ে যাত্রা শুরু করলেও এখন শিপন থ্রি-পিস, শিপন দোপাট্টা, সিল্ক দোপাট্টা, কটস দোপাট্টা, সিঙ্গেল কুর্তি, সিঙ্গেল ট্রাউজার বিক্রি হচ্ছে।