31 C
Bangladesh
Tuesday, September 26, 2023
spot_img

মেট্রোরেল ব্যবহারে যত্নবান হতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলা স্টার রিপোট-রাজধানীতে চালু হওয়া মেট্রোরেল ব্যবহারে যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৯ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, গত ২৮ ডিসেম্বর উদ্বোধন করা হয়েছে মেট্রোরেল। এটি নিয়ে মানুষের যে বিপুল আগ্রহ দেখা গেছে, সে বিষয়গুলো আলোচনা হয়েছে বৈঠকে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন, মেট্রোরেল নিয়ে আমরা যেন একটু সচেতন হই। এ বিষয়ে জনসচেতনতা তৈরির জন্যও বলেছেন তিনি।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয় মেট্রোরেল। মতিঝিল পর্যন্ত কবে চালু হবে সে বিষয়ে আলোচনা হয়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,871FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles