35 C
Bangladesh
Thursday, June 1, 2023
spot_img

চলমান মহামারি করোনা ভাইরাসে বিশ্বে ৬৮ লাখ প্রাণ নিল

বাংলা স্টার আন্তর্জাতিক ডেস্ক-চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। যদিও আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে প্রাণঘাতী ভাইরাসে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাড়ে চার শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও প্রায় এক লাখ।

এ দিকে গত এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। অপর দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় এরই মধ্যে শীর্ষস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। আর প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে রয়েছে- ব্রাজিল, জাপান, তাইওয়ান, রাশিয়া এবং ফ্রান্স। এতে বিশ্বব্যাপী রোগটিতে আক্রান্তের সংখ্যা ৬৭ কোটি ৯৯ লাখের ঘর ছাড়িয়েছে। অন্য দিকে মৃতের সংখ্যা ৬৮ লাখের মাইলফলক ছুঁয়েছে।

আজ বুধবার (১ মার্চ) বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪৬১ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৮ লাখ ১৫৪ জনে পৌঁছেছে।

নির্ধারিত এই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৮৫৩ জন। এতে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে ভাইরাসটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৭ কোটি ৯৯ লাখ ৫৮ হাজার ৯১৪ জনে দাঁড়িয়েছে।

এ দিকে শেষ ২৪ ঘণ্টায় বিশ্বে কোভিড সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা দেখল ব্রাজিলের জনগণ। ল্যাটিন আমেরিকার দেশটি করোনার থাবায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত এক দিনে দেশটিতে রোগটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৭০৬ জন।

অপর দিকে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে তিন কোটি ৭০ লাখ ৫২ হাজার ৯৩৬ জনে পৌঁছেছে। এছাড়া মৃত্যু হয়েছে ছয় লাখ ৯৯ হাজার ৮৭ জনের।

মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাত হাজার ৮৮১ জন এবং মারা গেছেন ৮৫ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৫২ লাখ ৮৪ হাজার ৭০৪ জন। এছাড়া ১১ লাখ ৪৫ হাজার ৬৪১ জন মারা গেছেন। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮১৭ জন এবং মারা গেছেন ১৬ জন।

পূর্ব এশিয়ার দেশ জাপানে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫২৪ জন এবং মারা গেছেন ৬৭ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত তিন কোটি ৩২ লাখ পাঁচ হাজার ৮৮ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৭২ হাজার ৩৮৭ জন মারা গেছেন। একই সময়ে ফ্রান্সে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৬৫১ জন এবং মারা গেছেন ৩৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,790FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles